

মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় জেলা শ্রমিক লীগের আহবায়ক হালিম মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনের সহ ৯টি মামলা থাকায় ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।
২০/৪/২৫ খ্রি: রাত ১২:০৫ মিনিটে হালিম মোল্লা (৫২) বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক পিতা- মোশাররফ হোসেন মোল্লা সাং ৬ নং ওয়ার্ড বরগুনা থানাধীন লাকুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হালিম মোল্লা বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা নং- ৬তারিখ ৪/০২/২০২৫ এর এজাহার নামীয় আসামি,হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিল।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে-১ টি,চাঁদাবাজী-২ টি, বিস্ফোরক আইনে-১টি, মাদক আইনে-১ টি ,অন্যান্য ধারায়-৪টি সহ সর্বমোট= ০৯টি মামলা রয়েছে।
তাকে ২০/৪/২৫ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।