
কামরুজ্জামান সোয়েব, (ঘাটাইল) টাংগাইলঃ
গত ৪/৯/২৫ ইং (বৃহস্পতি বার) টাংগাইলের ঘাটাইল উপজেলায় দেওপাড়া বিটের শোলাকি পাড়ায় অবৈধভাবে পরিচালিত করাত কল উচ্ছেদ করা হয়।উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন মোঃ জাহিদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঘাটাইল ।


সার্বিক সহোযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ধলাপাড়া রেঞ্জের সকল স্টাফ বৃন্দ।
এসময় করাত কল বিধিমালা -২০১২ এর বিধি ৩(১) এবং ৭এর( ১ক) লঙ্ঘন করিয়া পরিচালিত অবৈধ করাত কল উচ্ছেদ করা হয় এবং করাত কল বিধিমালা- ২০১২ এর বিধি ১২ – দন্ড অনুযায়ী সর্বোচ্চ ১০০০০/ টাকা করে প্রতিটি করাত কল মালিককে জরিমান করা হয়।
জব্দকৃত সরঞ্জামাদি Forest Act, 1927 এর Chapter IX অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।